Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আলীপুর ইউনিয়নের সকল ভাতাভোগীদের ভাতার টাকা ইউনিয়ন পরিষদ থেকে প্রদান সম্পর্কে।
Details

অদ্য ১৪-০৮-২০১৬ ইং তারিখে আলীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ শওকত হাসান এর মহতী উদ্যোদে সকল বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা আলীপুর ইউনিয়ন পরিষদ হইতে প্রদান করা হয়, ব্যংক শাখা হইতে ভাতার টাকা উত্তলোনে কষ্ঠের কথা বিবেচনা করে সকল ভাতার টাকা আলীপুর ইউনিয়ন পরিষদ হইতে দেওয়ার ব্যবস্থা গ্রহন করেছেন এবং এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন। উক্ত টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিনেল বীর মুক্তিযোদ্ধা জনাব এস.এম. নওয়াব আলী , উপস্থিত ছিলেন, জনাব তৌহিদুল আলম, ম্যানেজার, সোনালী ব্যংক, শ্রীপুর শাখা। আরো উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক ও গন্যমান্য ব্যক্তিগন । টাকা উত্তলোন করতে আগত সকল ভাতা ভোগীদের জন্য সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা গ্রহন করেছিলেন। সকল ভাতা ভোগী খুব সহজেই আলীপুর ইউনিয়ন পরিষদ হইতে টাকা উত্তোলন করতে পেরে অনেক খুশী হয়েছেন এবং জন দরদী চেয়ারম্যান কে ধন্যবাদ জানান।

Attachments
Image